ব্রাজিলে লকডাউন তুলে নিতে বিক্ষোভ
যুগের চিন্তা
প্রকাশিত : ১০:৩৮ এএম, ১৯ এপ্রিল ২০২০ রোববার
ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক ডেস্ক: লকডাউন তুলে নেয়ার দাবিতে ব্রাজিলে গাড়ি চালকরা বিক্ষোভ করেছেন। শনিবার (১৮ এপ্রিল) ব্রাজিলের রিও ডে জেনিরো, সাও পাউলো এবং রাজধানী ব্রাসিলিয়ায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় আন্দোলনকারীরা লকডাউনের নামে ব্রাজিলের অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ করার জন্য সরকারের পদত্যাগ দাবি করেন ।
এদিকে এই আন্দোলনকে সমর্থন দিয়েছেন খোদ ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। আন্দোলনকারীদের উদ্দেশ্য করে তিনি একটি ফেসবুক বার্তায় লেখেন, রাজনীতিবীদরাই লোব করে এই আতঙ্ক তৈরি করেছে এবং সবকিছু বন্ধ করে দিয়েছে। মানুষ স্বাভাবিক অবস্থায় ফিরতে চায়।
এদিকে, ব্রাজিলে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৯২৫ জন। মারা গেছেন ২ হাজার ৩৭২ জন। সুস্থ্য হয়েছে ১৪ হাজার ২৬ জন।