শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘করোনা থেকে সুস্থ হলে পুনরায় হবে না এমন প্রমান নেই’

যুগের চিন্তা

প্রকাশিত : ১২:৩৮ পিএম, ১৯ এপ্রিল ২০২০ রোববার

ছবি : গেটি ইমেজেস

ছবি : গেটি ইমেজেস

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস সংক্রমন থেকে সুস্থ হওয়ার পরে পুনরায় ভাইরাসটির সংক্রমণ ঘটবে না এমন ধারণার পক্ষে এখনো কোনো প্রমাণ নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। 


এই ভাইরাস নিয়ে বিভিন্ন দেশ অ্যান্টিবডি পরীক্ষার ওপর গুরুত্ব দেওয়ার প্রেক্ষাপটে ডব্লিউএইচও’র জ্যেষ্ঠ মহামারি বিশেষজ্ঞরা এ কথা বলছেন।


জেনেভায় এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও’র জ্যেষ্ঠ এপিডেমিয়োলোজিস্ট মারিয়া ভ্যান কেরকভ বলেন, ‘অনেক দেশ র‌্যাপিড ডায়াগনোস্টিক সেরোলোজিক্যাল টেস্টের দিকে ঝুঁকছে। তারা মনে করছে এর মধ্য দিয়ে মানুষের এই রোগ প্রতিরোধ ক্ষমতা বের করতে পারবে।’


তিনি বলেন, ‘এই মুহূর্তে আমাদের কাছে এমন কোনো প্রমাণ নেই যে, সেরোলোজিক্যাল টেস্ট বলে দেবে কোনো ব্যক্তির দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে বা তিনি পুনরায় সংক্রমণ থেকে সুরক্ষিত। এই অ্যান্টিবডি টেস্টের মধ্য দিয়ে সেরোপ্রিভ্যালেন্সের মাত্রা, যা অ্যান্টিবডির মাত্রা বোঝায়-সেটা পরিমাপ করা যাবে। তবে তার অর্থ এই নয় যে, কোনো ব্যক্তির মধ্যে ওই রোগের বিরুদ্ধে স্থায়ী প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে।’


বিশেষজ্ঞদের বরাত দিয়ে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম টেলিগ্রাফের এক প্রতিবেদনে জানানো হয়েছে, যাদের ইতিমধ্যে সংক্রমণ ঘটেছে তারা পুনরায় সংক্রমিত হবেন না-এই ধারণার পক্ষে এখনো কোনো প্রমাণ নেই।


অ্যান্টিবডি টেস্ট নিয়ে চলতি সপ্তাহের শেষ দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি গাইডলাইন দেবে বলেও জানিয়েছে টেলিগ্রাফ।

এদিকে, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বব্যাপী এখন পর্যন্ত ২৩ লাখ ২৫ হাজার ৩৯৯ জন আক্রান্ত হয়েছে। এতে মৃত্যু হয়েছে ১ লাখ ৬০ হাজার ৪৫৫ জনের। অপরদিকে করোনাভাইরাসে আক্রান্ত ৫ লাখ ৯৫ হাজার ৪৬৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।