জার্মানিতে করোনা নিয়ন্ত্রণে
যুগের চিন্তা
প্রকাশিত : ০৪:৫৩ পিএম, ২০ এপ্রিল ২০২০ সোমবার
ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনাভাইরাস নিয়ন্ত্রণে বলে দাবি করেছেন জার্মানির রাজনীতিবিদরা। এরই মধ্যে সোমবার (২০ এপ্রিল) দেশটির কিছু এলাকায় দোকানপাট খুলে দেয়া হচ্ছে।
গত মাসে শুরু হওয়া কঠোর নিয়ন্ত্রণ শিথিল করার অংশ হিসেবে এসব দোকান খুলে দেয়ার অনুমোদন দেয়া হয়েছে। গত সপ্তাহে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ও রাজ্য প্রধানরা এ সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন।
করোনাভাইরাসের মহামারি মোকাবেলা করার পর মার্কেল এখন জার্মানের বিপর্যস্ত অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার আশায় পদক্ষেপ নিচ্ছেন।
দেশটিতে কোভিড-১৯ তীব্রভাবে আঘাত হানলেও খুব দ্রুতই ঘুরে দাঁড়াতে পেরেছে। দেশটিতে রোববার পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৩৯,৮৯৭ জন এবং মারা গেছে ৪,২৯৪ জন।