শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

করোনা কোনো ল্যাবে কারসাজির ফল নয়: ডব্লিউএইচও

যুগের চিন্তা

প্রকাশিত : ০৮:৩৪ পিএম, ২১ এপ্রিল ২০২০ মঙ্গলবার

আন্তর্জাতিক ডেস্ক: কোভিড-১৯ বা সার্স-কভ-২ কোনো  ল্যাবে কারসাজির ফল নয়। এটি কোন ল্যাব থেকে ছড়িয়ে এমন কোন প্রমান এখন পর্যন্ত পাওয়া যায়নি। খুব সম্ভবত ভাইরাসটি গত বছর কোনো প্রাণী দেহ থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। 


মঙ্গলবার (২১ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক মুখপাত্র। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।


রয়টার্সের খবরে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকবার বলেছেন করোনা ভাইরাস উহানের কোনো ল্যাবে উৎপত্তি হয়েছে কিনা, তা খতিয়ে দেখছে। তার এমন বক্তব্যে ভাইরাসের উৎপত্তি নিয়ে সংশয় দেখা দিয়েছে। বিজ্ঞানীদের ধারণা, উহানের বন্যপ্রাণী বাজার থেকেই এই ভাইরাসটি মানবদেহে ছড়িয়েছে। 


ডব্লিউএইচওর মুখপাত্র ফাদেলা চাইব বলেন, এখন পর্যন্ত সকল প্রমান নির্দেশ করে যে ভাইরাসটি উৎপত্তি প্রাণীদেহে। কোনো ল্যাবে উৎপত্তি এই বিষয়ে কোনো প্রমান পাওয়া যায়নি। 


চাইব আরও বলেন, ভাইরাসটি প্রাণী দেহ থেকে মানবদেহে কিভাবে ছড়িয়ে তা এখনো পর্যন্ত নিশ্চিত জানা যায়নি। সম্ভবত ভাইরাসটি প্রাথমিকভাবে বাদুড়ের মধ্যে সুপ্ত ছিল। বাদুর থেকে কিভাবে মানবদেহে এসেছে তা এখনো অস্পষ্ট।