শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

গণমাধ্যমের স্বাধীনতাবিষয়ক সূচকে বাংলাদেশের অবনতি

যুগের চিন্তা

প্রকাশিত : ১১:২৭ এএম, ২২ এপ্রিল ২০২০ বুধবার

আন্তর্জাতিক ডেস্ক: গণমাধ্যমের স্বাধীনতাবিষয়ক বৈশ্বিক সূচকে বাংলাদেশের একধাপ অবনতি হয়েছে। বিশ্বের ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশ ১৫১তম অবস্থানে। যেখানে ২০১৯ সালে বাংলাদেশ ১৫০তম স্থানে ছিল।  প্যারিসভিত্তিক অলাভজনক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার (আরএসএফ) মঙ্গলবার তাদের এই বার্ষিক সূচক প্রকাশ করে। 


ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স ২০২০-এ শীর্ষ অবস্থানে রয়েছে নরওয়ে। শীর্ষ ৫ দেশের মধ্যে সবগুলো দেশই ইউরোপের। সর্বশেষে অবস্থান করছেন উত্তর কোরিয়া। 


প্যারিসভিত্তিক অলাভজনক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার (আরএসএফ) এর সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর অবস্থান নিচের দিকে। ভারতের অবস্থান ১৪২, পাকিস্তানের অবস্থান ১৪৫, ভুটান ৬৭, মালদ্বীপ ৭৯, নেপাল ১১২, আফগানিস্তান ১২২ ও শ্রীলঙ্কা ১২৭তম অবস্থানে। 


এই সূচকের শীর্ষ পাঁচের সবগুলো দেশ ইউরোপ মহাদেশে অবস্থিত। চার বছর ধরে শীর্ষস্থানে অবস্থান করছেন নরওয়ে। ২০২০ সালে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফিনল্যান্ড, তৃতীয় ডেনমার্ক, চতুর্থ সুইডেন এবং পঞ্চম অবস্থানে রয়েছে নেদারল্যান্ডস। তালিকার নিচের দিকে সর্বশেষ অবস্থানে উত্তর কোরিয়া। এর পর ধারাবাহিকভাবে ওপরের দিকে রয়েছে তুর্কমেনিস্তান, উত্তর ইরিত্রিয়া, চীন, জিবুতি ও ভিয়েতনাম।