শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

চীনের বিরুদ্ধে মামলা করছে যুক্তরাষ্ট্র

যুগের চিন্তা

প্রকাশিত : ১১:৩৭ এএম, ২২ এপ্রিল ২০২০ বুধবার

আন্তর্জাতিক ডেস্ক: কোভিড-১৯ নিরে মিথ্যাচারের অভিযোগ এনে চীনের বিরুদ্ধে মামলা করছে যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্য। বিশ্বের সকল দেশের সাথে প্রতারণার অভিযোগ তোলা হয়েছে চীনের বিরুদ্ধে। 


এই মামলায় বিপুল পরিমাণ মানুষের প্রাণহানি, মানুষের দুর্ভোগ ও অর্থনৈতিক যে টালমাটাল অবস্থার সৃষ্টি হয়েছে তার রাজ্যে সে জন্য ক্ষতিপূরণ চাওয়া হচ্ছে। মিসৌরির কর্মকর্তারা এই মামলাকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করছেন। তবে পর্যবেক্ষকরা বলছেন, মিসৌরির করা এমন আইনী ব্যবস্থায় চীনের সামনে তেমন উল্লেখযোগ্য বাধা সৃষ্টি হবে না। কারণ, এমন মামলায় বিদেশী সরকারগুলোকে দায়মুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্রের আইন। ওদিকে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে যে অভিযোগ করা হচ্ছে, তা বার বারই শক্তভাবে প্রত্যাখ্যান করছে চীন।