শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

যুক্তরাষ্ট্রে নতুন আক্রান্ত ৩৭ হাজার, মৃত্যু ২৭৩১ জন

যুগের চিন্তা

প্রকাশিত : ১১:৫৮ এএম, ২২ এপ্রিল ২০২০ বুধবার

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের মহামারিতে যুক্তরাষ্ট্রে দিন দিন বেড়েই চলেছে আক্রান্ত ও মৃত্যের সংখ্যা। মঙ্গলবার দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে  ৩৭ হাজার ১৭৯ এবং গত ২৪ ঘণ্টায় মারা গেছে ২ হাজার ৭৩১ জন। অপরদিকে দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৪৫ হাজার ৩৯ জনের। ইতিমধ্যে দেশটিতে সুস্থ্য হয়েছেন ৮২ হাজার ৯৭৩জন।  জন হপকিন্স বিশ্ববিদ্যালয় এই তথ্য জানিয়েছেন। 


বিশ্বের ২১০টি দেশে করোনার প্রকোপ ছড়িয়েছে। এর মধ্যে মৃত্যু ও আক্রান্ত দিক থেকে শীর্ষ অবস্থান করছেন মার্কিন যুক্তরাষ্ট্র। 


অপরদিকে করোনায় যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিউইয়র্ক অঙ্গরাজ্য। ওই অঙ্গরাজ্যেই এখন পর্যন্ত আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। এমনকি যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে যত মানুষের মৃত্যু হয়েছে তার মধ্যে অধিকাংশই নিউইয়র্কের।


সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ৫৫৫ এবং মারা গেছে ১৯ হাজার ৬৯৩ জন। এরপরই রয়েছে নিউ জার্সি। সেখানে আক্রান্ত ৮৮ হাজার ৮০৬ এবং মৃত্যু হয়েছে ৪ হাজার ৩৭৭ জনের।