শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

মুসলিম এলাকায় লকডাউন তুলে নিচ্ছে ইসরায়েল

যুগের চিন্তা

প্রকাশিত : ০৯:৩২ পিএম, ২২ এপ্রিল ২০২০ বুধবার

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস ঠেকাতে বিশ্বের আর সকল দেশের মতো ইসরায়েলও লকডাউন দেওয়া হয়েছে। দেশটির দখলে থাকা মসুলিম এলাকাগুলোতে রমজান মাসে লকডাউন তুলে নেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। 


বুধবার (২২ এপ্রিল) ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট।


বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের মুসলিম এলাকায় বসবাস করা মানুষের মধ্যে করোনাভাইরাসে সংক্রমণের হার এক চতুর্থাংশ। করোনা সংক্রমণের হার কম থাকায় রমজান মাসে লকডাউন তুলে নেওয়ার হবে। তবে সংক্রমণের হার বৃদ্ধি পেলে যেকোনো সময় লকডাউন করা হতে পারে।