শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৮ ১৪৩১   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘করোনার সংক্রমণ প্রাথমিক পর্যায়ে, দীর্ঘ সময় লড়াই করতে হবে’

যুগের চিন্তা

প্রকাশিত : ১১:৪৯ এএম, ২৩ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার

আর্ন্তজাতিক ডেস্ক: করোনাভাইরাসের সঙ্গে দীর্ঘ দিন ধরে লড়াই করতে হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন  বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাধনম ঘেব্রেইয়েসাস। 


সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনে তিনি এমন আশঙ্কা প্রকাশ করেন।


বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, ‘আমাদের কোনো ভুল করা যাবে না; আমাদের আরও অনেকটা পথ পাড়ি দিতে হবে। কারণ এই ভাইরাস আমাদের সঙ্গে আরও দীর্ঘসময় ধরে থেকে যাবে। পশ্চিম ইউরোপের কিছু দেশে করোনার প্রকোপ কমতে শুরু করেছে। এদিকে আফ্রিকা, মধ্য ও দক্ষিণ আমেরিকা এবং পূর্ব ইউরোপে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আশঙ্কা বাড়ছে।’


টেড্রোস আধানম সংবাদ সম্মেলনে আরও বলেন, ‘বেশিরভাগ দেশ এখনো এই মহামারির প্রাথমিক পর্যায়ে রয়েছে। এছাড়া মহামারিটি শুরু হওয়ার প্রথমদিকে যেসব দেশ আক্রান্ত হয়েছিল সেসব দেশে নতুন করে আবার আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে।


করোনাকালে বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থা সাবধানতার সঙ্গে চালু করার আহ্বান জানান তিনি। এছাড়াও এদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়, লকডাউন প্রত্যাহার করে নিলে সংক্রমণ আবারো ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে।


ওয়ার্ল্ড ও মিটারের দেয়া তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৬ লাখ ৩২ হাজার ৫৩২ জন। মারা গেছেন ১ লাখ ৮৩ হাজার ৮৬৬ জন।