শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৮ ১৪৩১   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ক্যাটরিনা

যুগের চিন্তা

প্রকাশিত : ১২:২২ পিএম, ২৩ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার

বিনোদন ডেস্ক: করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্যের হাত বাড়িয়েছেন হলিউড থেকে বলিউডের অনেক নামিদামি তারকারা। এর মধ্যে বলিউডের একাধিক তারকা সাহায্যার্থে এগিয়ে এসেছেন। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান, অক্ষয় কুমারের মতো অনেকেই দিনমজুরদের খাওয়ার দায়িত্ব নিয়েছেন। সেই তালিকায় এবার যুক্ত হলেন বলিউডের সারা জাগানো অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। 


তিনি জানিয়েছেন, ভারতের মহারাষ্ট্রের ভান্ডারা জেলার দিনমজুরদের খাবার ও স্বাস্থ্য সচেতনতার জন্য প্রয়োজনীয় জিনিসের দায়িত্ব তিনি নেবেন। তিনি তার ব্র্যান্ড কায় বিউটির তরফে দিনমজুরদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।


ক্যাটরিনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, দেশজুড়ে ভয়াবহ পরিস্থিতি চলছে। এই সময় অনেকেই খুব কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। কিন্তু কিছু মানুষ আছেন যাদের কষ্ট অন্যদের চেয়ে আরো অনেক বেশি। তাদের পাশেই দাঁড়াতে চায় তার সংস্থা। ডি’হাত ফাউন্ডেশনের সঙ্গে এই কাজে চুক্তিবদ্ধ হতে পেরে তিনি গর্বিত। মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় দিনমজুরদের তাদের এই দুই সংস্থার পক্ষ থেকে খাবার ও স্বাস্থ্য সম্পর্কিত মৌলিক চাহিদাগুলি সরবরাহ করা হবে। এর মধ্যে যেমন পড়ে স্যানিটাইজার, সাবান; তেমনই পড়ে অ্যান্টি ব্যাকটেরিয়াল লিকুইড, স্যানিটারি প্যাড, অতি প্রয়োজনীয় ওষুধ ইত্যাদি। 


তিনি আরও বলেন, একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলেই এই পরিস্থিতির মোকাবিলা সম্ভব। লকডাউনের পরিস্থিতিতে এর আগে দিনমজুরদের পাশে দাঁড়িয়েছেন সালমান খান। তার নির্দেশে প্যাকেট করা চাল, ডাল-সহ অত্যাবশকীয় ত্রাণসামগ্রী ট্রাকে করে পৌঁছে যাচ্ছে ইন্ডাস্ট্রির দুস্থ মানুষগুলির বাড়িতে। মালেগাঁওয়ের ৫০ জন সহায় সম্বলহীন মহিলা শ্রমিকের দায়িত্বও নিয়েছেন তিনি।