করোনা ঠেকাতে ‘রেমডিসিভির’ ব্যর্থ
যুগের চিন্তা
প্রকাশিত : ১১:২৫ এএম, ২৪ এপ্রিল ২০২০ শুক্রবার
আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসের চিকিৎসার জন্য সম্ভাব্য অ্যান্টিভাইরাল ওষুধ রেমডিসিভির প্রথম ক্লিনিক্যাল ট্রায়ালে ব্যর্থ হয়েছে। বিজ্ঞানীদের অনেক আশা ছিল, অ্যান্টিভাইরাল ওষুধ রেমডিসিভির কোভিড-১৯ সারাতে সক্ষম হবে। কিন্তু ওষুধটি এর প্রথম পরীক্ষাতেই ব্যর্থ প্রমাণিত হয়েছে। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘দুর্ঘটনাবশত’ এ তথ্য প্রকাশ করেছে।
রেমডিসিভির কার্যকারিতা নিয়ে একটি খসড়া ডকুমেন্ট প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওই ডকুমেন্ট বলা হয়, ওই ওষুধে রোগীদের অবস্থার কোন পরিবর্তন হয়নি। তবে রেমডিসিভির প্রস্তুতকারক যুক্তরাষ্ট্রের গিলিয়ড সায়েন্স কোম্পানির দাবি, সঠিকভাবে ওই ডকুমেন্টে তথ্য প্রকাশিত হয়নি।
এতে বলা হয়, গবেষকরা মোট ২৩৭ জন করোনা আক্রান্ত রোগীর ওপর পরীক্ষা চালান। এদের মধ্যে ১৫৮ জনকে রেমডিসিভির ও ৭৯ জনকে সাধারণ ওষুধ দেয়া হয়েছিল। রেমডিসিভির গ্রহণকারীদের মধ্যে ১৩ দশমিক ৯ শতাংশই মারা গেছেন, বিপরীতে সাধারণ ওষুধ নেয়া রোগীদের মধ্যে মৃত্যুহার ১২ দশমিক ৮ শতাংশ। পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে দ্রুতই এ পরীক্ষা বন্ধ করে দেয়া হয়।
সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের ক্লিনিক্যাল ট্রায়াল ডাটাবেজে এসব তথ্য প্রকাশ করেছিল। তবে কিছুক্ষণ পরেই তা সরিয়ে নেয়া হয়।
ওয়ার্ল্ড ও মিটারের দেয়া তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৭ লাখ ১৪ হাজার ৭৪৭ জন। মারা গেছেন ১ লাখ ৯০ হাজার ৩৯২জন ।