শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৮ ১৪৩১   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

যুক্তরাজ্যে মৃত্যুর সংখ্যা কমলো

যুগের চিন্তা

প্রকাশিত : ০১:৩৫ এএম, ২৮ এপ্রিল ২০২০ মঙ্গলবার

যুগের চিন্তা ডেস্ক: করোনাভাইরাসের মহামারিতে বিপর্যস্ত যুক্তরাজ্য। দেশটিতে আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২১ হাজারের ঘর। তবে আশার আলো হয়ে দেখা দিয়েছে সোমবার দিনটি।
 

দেশটিতেগত ২৪ ঘন্টায় মারা গেছে ৩৬০ জন। গত ২৮ দিনের মধ্যে সর্বনিম্ন। গত ৩০ মার্চ মারা গিয়েছিল ১৮০ জন। এরপর থেকে মৃত্যুর মিছিল হয়েছে প্রতিদিন। ২৮ দিন পর এসে কমলো সেই সংখ্যা। 


৩৬০ জনের মধ্যে ইংল্যান্ডেই মারা গেছে ৩২৯ জন। স্কটল্যান্ডে ১৩ জন। ওয়েলসে প্রাণ হারিয়েছে ৮ জন। আর নর্দান আয়ারল্যান্ডে ১০ জন। মোট মৃতের সংখ্যা ইংল্যান্ডে ১৮ হাজার ৭৪৯, স্কটল্যান্ডে ১ হাজার ২৬২ জন, ওয়েলসে ৭৯৬, নর্দার্ন আয়ারল্যান্ডে ৩০৯ জন। যুক্তরাজ্যে মোট মৃতের সংখ্যা ২১ হাজার ৯২ জন।