শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৮ ১৪৩১   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘চীনকে কৈফিয়ত দিতে বাধ্য করার অনেক পথ আছে’

যুগের চিন্তা

প্রকাশিত : ১২:২৮ পিএম, ২৮ এপ্রিল ২০২০ মঙ্গলবার

ছবি: সংগৃহিত

ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস মহামারি আকারে ছড়ানোর আগেই চীন এই ভাইরাসকে থামিয়ে দিতে পারতো বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এ জন্য চীনের বিরুদ্ধে গুরুতর তদন্ত করা হচ্ছে বলেও জানান ট্রাম্প। 

সোমবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটি জানান।


ডোনাল্ড ট্রাম্প সংবাদ সম্মেলনে বলেন, আমরা তদন্ত করছি। চীনের সঙ্গে আমরা খুশি না। চীনকে কৈফিয়ত দিতে বাধ্য করার অনেক পথ আছে। 


এছাড়া ট্রাম্পের পরামর্শের পর যুক্তরাষ্ট্রের হেল্প লাইন গুলোতে বেড়ে গেছে জীবানুনাশক নিয়ে ফোন কল। এ নিয়ে ট্রাম্প বলেন, আমি কল্পনা করতে পারছি না কেন এ নিয়ে ফোন কল বেড়ে গেছে। গত রবিবার মিশিশান এবং ম্যারিল্যান্ড রাজ্যের সরকার এই ফোন কল বৃদ্ধির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেন।