মসজিদ-আল-হারাম ও নব্বী খুলে দিলো সৌদি
যুগের চিন্তা
প্রকাশিত : ১১:৪০ এএম, ১ মে ২০২০ শুক্রবার
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি-আরবের সবচেয়ে বড় দুই মসজিদ মক্কার মসজিদ-আল-হারাম ও মদিনার মসজিদ-আল-নববী খুলে দেওয়া হলো। এক মাস ১০ দিন পর পুনরায় মুসল্লিরা একসাথে নামাজ আদায় করবেন। শুক্রবার (০১ মে) থেকে আবার খুলে দেওয়া ঘোষণা দেয় সৌদি হজ এবং ওমরাহ মন্ত্রণালয়।
করোনা ভাইরাসের মহামারি ঠেকাতে গেল ২০ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য এই দুই মসজিদ বন্ধ করে দেয় সৌদি সরকার।
তবে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে প্রবেশ করতে। মসজিদের আগত সবাইকে নিজ নিজ জায়নামাজ সাথে করে নিয়ে আসতে হবে। মুখে মাস্ক পড়ে আসতে হবে। মসজিদে প্রবেশ আগে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে পরিস্কার করে ঢুকতে হবে এবং সবাইকে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।