৪ মে থেকে ব্যবসা-প্রতিষ্ঠান খুলে দিচ্ছে মালয়েশিয়া
যুগের চিন্তা
প্রকাশিত : ১২:১২ পিএম, ১ মে ২০২০ শুক্রবার
ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়া সরকার কিছু শর্তযুক্ত করে আগামী ৪ মে থেকে বেশির ভাগ ব্যবসা-প্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার মালয়েশিয়া প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন।
এক ভাষণে প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন বলেন, যেসব ব্যবসা-প্রতিষ্ঠানে বেশি মানুষের সমাগম ঘটে সেগুলো এখনই খোলার অনুমতি দেওয়া হবে না।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকেই দেশটিতে লকডাউন চালু রয়েছে। করোনার প্রকোপ যেন দ্রুত ছড়িয়ে পড়তে না পারে সেজন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে লকডাউনের কারণে ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকায় ইতোমধ্যেই মালয়েশিয়া সরকারের ক্ষতি হয়েছে প্রায় ৬৩ বিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত।
দেশটিতে ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৪ হাজার ১৭১ জন। সেখানে করোনার অ্যাক্টিভ কেস ১ হাজার ৭২৯টি। অপরদিকে এখনও ৪০ জনের অবস্থা আশঙ্কাজনক।