শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৮ ১৪৩১   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

গুজবের অবসান ঘটিয়ে জনসম্মুখে কিম 

যুগের চিন্তা

প্রকাশিত : ১২:৪৬ পিএম, ২ মে ২০২০ শনিবার

ছবি: সংগৃহিত

ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে নিয়ে গুজবের অবসান ঘটিয়ে ২০ দিন পর প্রকাশ্যে উপস্থিত হয়েছেন বলে জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।


কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, কিম তার বোন কিম ইয়ো জং সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মে দিবসে একটি সার কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটেছেন কিম জং উন। তাকে দেখে কারখানা উৎসবমুখর হয়ে ওঠে। সবাই তখন হৈহল্লা করেছে।


ফটোগ্রাফগুলিতে কিমকে ফিতা কাটা অনুষ্ঠানে হাসিমুখে এবং সহযোগীদের সাথে কথা বলতে দেখা গেছে। সরকারী পত্রিকার ওয়েবসাইটে প্রকাশিত ফটোগুলির সত্যতা যাচাই করা যায়নি।


উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের রিপোর্ট সম্পর্কে জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি এখনই এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। 


গত ১১ এপ্রিল কিম জং উন একটি রাজনৈতিক সভায় সভাপতিত্ব করেন। এরপর ১২ এপ্রিল তাকে রাষ্ট্রীয় গণমাধ্যমে দেখা যায়। কিন্তু এরপর তাকে আর দেখা যায়নি। তার স্বাস্থ্যের অবনতি নিয়ে জল্পনা চলছিলো বিশ্বজুড়ে।


গত ১৫ এপ্রিল উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সাঙের জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ না নেওয়ায় এ নিয়ে গুজব ছড়িয়ে পড়ে।

সূত্র: আল জাজিরা