যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণহানী ৬৫ হাজার ছাড়ালো
যুগের চিন্তা
প্রকাশিত : ০৩:২১ এএম, ৩ মে ২০২০ রোববার
আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী কোভিড-১৯ ভাইরাসে যুক্তরাষ্ট্রে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি যেনো থামছেই না। দেশটিতে এখন পর্যন্ত ৬৫ হাজার ১৭৩ জন কোভিড-১৯ রোগী মারা গেছেন। এছাড়া করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১১ লাখ ৬ হাজার ৩৭৩ জন।
শনিবার (২ মে) জন হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে তথ্য সূত্র অনুযায়ী সিএনএন এই সংবাদ প্রকাশ করেছে।
যুক্তরাষ্ট্র করোনা বিপর্যস্ত হওয়ার শীর্ষে অবস্থান করছে। আক্রান্ত ও মৃত্যু সংখ্যা দিক থেকে ধারের কাছেও নেই কোন দেশ। যেমন ইতালিতে দ্বিতীয় সর্বোচ্চ ইতালিতে করোনার মৃত্যুর সংখ্যা ২৮ হাজার ৭১০ জন। আর ২ লাখ ৪৫ হাজারের বেশি আক্রান্ত নিয়ে শনাক্ত রোগীর সংখ্যায় দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন।
যুক্তরাষ্ট্রের এমন কোনো অঙ্গরাজ্য কিংবা অঞ্চল নেই যেখানে করোনার প্রকোপ মহামারি আকার ধারণ করেনি। তবে সংক্রমণ সবচেয়ে বেশি নিউইয়র্ক অঙ্গরাজ্যে। দেশটির সবচেয়ে জনবহুল ওই অঙ্গরাজ্যে ২৪ হাজার ৩৬৮ জন মারা গেছে। এছাড়া আক্রান্ত প্রায় ৩ লাখ ২০ হাজার; যা বিশ্বের যেকোনো দেশের চেয়ে অনেক বেশি।
এছাড়া নিউ জার্সি অঙ্গরাজ্যের অবস্থায় বিপর্যস্ত। শুধু ওই অঙ্গরাজ্যে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন প্রায় ১ লাখ ২৪ হাজার মানুষ। যাদের মধ্যে ৭ হাজার ৭৪২ জন ইতোমধ্যে প্রাণ হারিয়েছেন। নিউইয়র্ক ও নিউজার্সির পর সংক্রমণের হিসাবে তালিকার উপরে রয়েছে ম্যাসাচুসেটস, ইলিনয়, ক্যালিফোর্নিয়া, মিশিগান ও কানেক্টিকাট।