শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৮ ১৪৩১   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্রিটেনে ২৪ ঘন্টায় আরও ৬২১ জনের মৃত্যু

যুগের চিন্তা

প্রকাশিত : ০৩:৩১ এএম, ৩ মে ২০২০ রোববার

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনে প্রাণঘাতি করোনায় আক্রান্ত হয়ে আরও ৬২১ জন মৃত্যুবরণ করেচে। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ২৮ হাজার ১৩১। গত একদিনে নতুন করে আরও ৪ হাজার ৮০৬ জনের দেহে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত ব্যক্তির সংখ্যা ১ লাখ ৮০ হাজার ছাড়িয়ে গেছে।


শনিবার (২ মে) ব্রিটিশ সরকারের করোনা নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে মন্ত্রী রবার্ট জেনরিক এসব তথ্য জানান।  


প্রকাশিত তালিকায় গোটা দেশে মোট মৃত্যুর বিষয়টি উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত, এতদিন ব্রিটিশ সরকার শুধু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃতদের হিসাব জানাচ্ছিল তবে সম্প্রতি এই তালিকায় সব মৃত্যুর সংখ্যা যুক্ত হয়।


বিশ্বজুড়ে করোনাভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যু যুক্তরাষ্ট্রে ৬৫ হাজার ১৭৩ জন। এরপরই ২৮ হাজার ২৩৬ মৃত্যু নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইতালি। তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য ২৮ হাজার ১৩১ জন মৃত্যু জন।