শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৮ ১৪৩১   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

মসজিদ-স্কুল খুলে দিচ্ছে ইরান

যুগের চিন্তা

প্রকাশিত : ০৩:০৬ এএম, ৪ মে ২০২০ সোমবার

ছবি: সংগৃহিত

ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ঠেকাতে আরোপিত লকডাউনের কড়াকড়ি প্রত্যাহারের লক্ষ্যে প্রেসিডেন্ট হাসান রূহানীর সরকার এ উদ্যোগ নিতে যাচ্ছে। মসজিদ ও স্কুল সমূহ খুলে দেওয়ার পরিকল্পনা করছে  ইরান। যেসব এলাকা করোনা ভাইরাসের সংক্রমণ মুক্ত সেইসব অঞ্চলে এমন পদক্ষেপ নেওয়া হবে। রোববার (০৩ মে) বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানায়।


ইরানের প্রেসিডেন্ট হাসান রূহানী বলেন, সোমবার থেকে ১৩২ টি স্বল্প ঝুঁকিপূর্ণ বা‘ সাদা শহর ’এবং শহরে মসজিদগুলো পুনরায় খুলে দেওয়া হবে। শুক্রবারের খুতবাও শুরু হবে। তবে যথাযত স্বাস্থ্যবিধি মেনেই এসব চালু হবে।


করোনায় মধ্য প্রাচ্যের সবচেয়ে ক্ষতিগ্রস্থ এই দেশটি মার্চ থেকে সব ধরনের জন সমাবেশ বাতিল করে দেয়। সাধারণ ইরানিরা পবিত্র রমজানেও সব ধরনের অনুষ্ঠান ছেড়ে দিয়ে গৃহে অবস্থান করছেন। স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কতা সত্ত্বেও ইতিমধ্যে ইরান আন্ত-শহর ভ্রমনে এবং শপিংমল গুলোতে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে।