করোনা ল্যাব থেকে ছড়িয়েছে এমন কোন প্রমাণ নেই: ফাউচি
যুগের চিন্তা
প্রকাশিত : ১২:৪৪ পিএম, ৫ মে ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক ডেস্ক: চীনের উহানের একটি ভাইরোলোজি গবেষণাগার থেকে ভাইরাসটি ছড়িয়েছে, ডোনাল্ড ট্রাম্পসহ মার্কিন নেতাদের এ দাবি নাকচ করে দিলেন যুক্তরাষ্ট্রের সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ফাউচি।
সোমবার ন্যাশনাল জিওগ্রাফিককে দেওয়া সাক্ষাৎকারে ফাউচি বললেন, ভাইরাসটি বনাঞ্চল থেকে আনা হয়েছে কিংবা গবেষণাগার থেকে ছড়িয়েছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। আপনি যদি বাদুড় বা অন্য কিছুর মধ্যে এই ভাইরাসের বিবর্তন খেয়াল করেন, (বৈজ্ঞানিক প্রমাণ) তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন যে এটি কৃত্রিম নয় কিংবা ইচ্ছা করে ছড়িয়ে দেওয়া হয়নি। পর্যায়ক্রমিক বিবর্তনসূত্র শক্তভাবে নির্দেশ করে যে (এই ভাইরাস) প্রকৃতি থেকেই প্রাণীদেহে এসেছে।
কয়েকদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, চীনের ল্যাব থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়ার প্রমাণ দেখেছেন তিনি। তার সাথে সুর মিলিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও একই কথা বলেছেন। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থাও ট্রাম্পের এই দাবী নাকচ করে দেন। এবার ট্রাম্পের করোনা টাস্কফোর্সের প্রধান ও ন্যাশনাল ইন্সটিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের পরিচালক ফাউচিও তাদের সঙ্গে সুর মেলালেন।