শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৮ ১৪৩১   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

করোনায় মৃত্যু ইউরোপের সব দেশকে ছাড়িয়ে গেল যুক্তরাজ্য

যুগের চিন্তা

প্রকাশিত : ০১:৫৮ এএম, ৬ মে ২০২০ বুধবার

আন্তর্জাতিক ডেস্ক: কোভিড-১৯ এ ইউরোপের সব দেশকে ছাড়িয়ে গেছে যুক্তরাজ্য। নতুন পরিসংখ্যানে বলা হয়েছে, যুক্তরাজ্যে করোনাভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন ৩২ হাজারের বেশি; যা ইউরোপের একক কোনো দেশে সর্বোচ্চ।


ব্রিটেনের জাতীয় পরিসংখ্যান অফিসের বরাত দিয়ে রয়টার্স বলছে, ২ মে পর্যন্ত ইংল্যান্ড এবং ওয়েলস থেকে ২৯ হাজার ৬৪৮ জনকে করোনায় মৃত্যুর সার্টিফিকেট দেয়া হয়েছে। এছাড়া স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ডে আরও ২ হাজার ৬৬৫ জন করোনায় মারা গেছেন। এ নিয়ে যুক্তরাজ্যে করোনায় মোট মৃত্যু ৩২ হাজার ৩১৩।


ইউরোপের দেশগুলোর মধ্যে এর আগে সর্বোচ্চ মৃত্যু ছিল ইতালিতে; সেখানে করোনায় প্রাণ গেছে ২৯ হাজার ২৯ জনের। ইতালি করোনার উপসর্গ নিয়ে সন্দেহভাজন মৃত ব্যক্তিদের করোনা রোগী হিসাবে নথিভূক্ত করেনি।


ইউরোপের বাকী দেশগুলোর মধ্যে  স্পেনে ২৫ হাজার ৬১৩, ফ্রান্সে ২৫ হাজার ৫৩১, জার্মানিতে ৬ হাজার ৯৯৩ জনের মৃত্যু হয়েছে।