শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৮ ১৪৩১   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারতে বিষাক্ত গ্যাসে ৮ শিশুর মৃত্যু

যুগের চিন্তা

প্রকাশিত : ০১:০২ পিএম, ৭ মে ২০২০ বৃহস্পতিবার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের অন্ধ্র প্রদেশের একটি কেমিক্যাল প্ল্যান্ট থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়েছে। এতে শিশুসহ অন্তত আটজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি আরো ৫ হাজারের বেশি মানুষ।


গতকাল বুধবার দিবাগত রাত ৩ টার দিকে, বিশাখাপত্তমের আরআর বেঙ্কটপুরমের 'এলজি পলিমারস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডে'র রাসায়নিক প্ল্যান্টে গ্যাস লিক হয়। এতে আশপাশের ৩ কিলোমিটার এলাকার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় অনেকের চোখ জলা ও শ্বাসকষ্ট দেখা দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে এক নারীকে হঠাৎ করে সড়কে অচেতন হয়ে পড়ে যেতে দেখা গেছে। শতাধিক মানুষ হুড়োহুড়ি করে হাসপাতালে ছোটেন।


ঘটনাস্থলে দমকলকর্মী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। আগাম সতর্কতা হিসেবে ঐ এলাকার বাসিন্দাদের ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশ দিয়েছে অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার।