শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৮ ১৪৩১   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

করোনার কারণে অনিশ্চয়তায় সিনেমা মুক্তি

যুগের চিন্তা

প্রকাশিত : ০৪:৫২ পিএম, ৭ মে ২০২০ বৃহস্পতিবার

বিনোদন ডেস্ক: ঈদে মুক্তির অপেক্ষায় থাকা কয়েকটি সিনেমার নাম শোনা যাচ্ছিল। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১৮ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব প্রেক্ষাগৃহ। এমন পরিস্থিতিতে ঈদুল ফিতরে সিনেমা মুক্তি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।


প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, ‘দর্শক হলে যাবে না এটা জেনেও কোনো প্রযোজক সিনেমা মুক্তি দিবে বলে আমার মনে হচ্ছে না। দুই থেকে তিন কোটি টাকার সিনেমা কোনোরকম প্রচার ছাড়া এত ঝুঁকি নিয়ে মুক্তি দিবে বলে মনে হচ্ছে না। এজন্য ঈদে সিনেমা মুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।’


ঈদে মুক্তি পেতো এমন ছবির তালিকায় রয়েছে- ‘বিশ্বসুন্দরী’, ‘ঊনপঞ্চাশ বাতাস’, ‘জ্বীন’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’, ‘বান্ধব’, ‘মিশন এক্সট্রিম’, ‘শান’, ‘বিদ্রোহী’, ‘মন দেব মন নেব’, ‘আমার মা’, ‘পরাণ’, ‘বিক্ষোভ’ সহ বেশ কটি সিনেমা। ঈদুল ফিতরে ‘শান’ সিনেমা মুক্তির প্রস্তুতিও নিয়েছিলেন সংশ্লিষ্টরা।