শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৮ ১৪৩১   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

মুসলিম-বিদ্বেষী প্রতিবেদন করায় জি-নিউজের সাংবাদিকের বিরুদ্ধে এফআই

যুগের চিন্তা

প্রকাশিত : ০৪:২৩ পিএম, ৮ মে ২০২০ শুক্রবার

আন্তর্জাতিক ডেস্ক: জি নিউজের এডিটর-ইন-চিফ এবং জি নিউজের প্রাইম-টাইম শো ডেইলি নিউজ অ্যান্ড অ্যানালাইসিস (ডিএনএ)-এর হোস্ট সাংবাদিক সুধীর চৌধুরীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের করেছে কেরালা পুলিশ। সাংবাদিক সুধীর নিজেই টুইটারে একথা জানিয়েছেন।

 

ট্যুইটারে এফআইআরের অনুলিপির একটি ছবি পোস্ট করে সুধীর চৌধুরী লেখেন, 'এই যে সত্য প্রকাশের জন্য আমার পুলিৎজার পুরস্কার। কেরালা পুলিশ আমার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের করেছে। আপত্তিজনক তথ্য প্রকাশ করায় এই পুরস্কার দেওয়া হয়েছে আমাকে। মিডিয়ার উদ্দেশ্যে একটি পরিষ্কার বার্তা এটা। এখনও যদি আপনারা দশক পুরোনো ছদ্ম-ধর্মনিরপেক্ষতার লাইন থেকে বেরিয়ে না আসেন, তাহলে আপনাদেরকে সবাইকে গারদের পেছনে থাকতে হবে।'

 

এফআইআরে বলা হয়েছে, '১১ মার্চ, ২০২০ জি নিউজ ডিএনএ নামক একটি শো সম্প্রচার করেছিল। সেখানে অভিযুক্ত এমন একটি প্রোগ্রাম উপস্থাপন করেন, যা মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ায়।

 

প্রসঙ্গত, ১১ তারিখের ওই শো-তে সুধীর চৌধুরী "জিহাদ চার্ট" সম্পর্কে আলোচনা করছিলেন। কত রকমের "জিহাদ" আছে, তার বিস্তারিত বর্ণনা দিচ্ছিলেন তিনি দর্শকদের। (সূত্র: কালের কন্ঠ, স্ক্রল নিউজ।)