ব্রাজিলে করোনায় মৃত্যু ১০ হাজার ছাড়িয়েছে, আক্রান্ত প্রায় দেড় লাখ
যুগের চিন্তা
প্রকাশিত : ০১:২৬ এএম, ১০ মে ২০২০ রোববার
যুগের চিন্তা ডেস্ক: লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফুটবলের অন্যতম পরাশক্তি দেশটিতে মৃতের সংখ্যা ১০ হাজার ৪৪ জন। আক্রান্ত হয়েছে ১ লাখ ৪৭ হাজার ২৬১ জন। দেশটিতে একদিনে রেকর্ড ১০ হাজার ২২২ জন আক্রান্ত হয়েছে। প্রাণ হারিয়েছে সর্বোচ্চ ৮০৪ জন।
প্রকৃত চিত্র আরো ভয়াবহ। কারণ, দেশটির করোনা টেস্টের ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে। টেস্টের সংখ্যা বাড়ানো হলে দৈনিক আক্রান্তের সংখ্যা আরো বাড়বে।
ব্রাজিলের সাও পাওলো’র জনসংখ্যা ৪ কোটি ৫৯ লাখ। অর্থাৎ প্রায় স্পেনের সমান। এই মিউনিসিপালিটিতে আক্রান্ত হয়েছে ৪১ হাজার মানুষ। এখানেই মারা গেছে ৩ হাজার ৪১৬ জন।