শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৮ ১৪৩১   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফাউচির হুঁশিয়ারিকে আমলে নিলেন না ট্রাম্প 

যুগের চিন্তা

প্রকাশিত : ১২:১৬ পিএম, ১৪ মে ২০২০ বৃহস্পতিবার

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস সংক্রমন ঠেকাতে যুক্তরাষ্ট্রে দেওয়া লকডাউন শিগগিরই শিথিল করলে ভয়াবহ পরিণতি হতে পারে বলে সর্তক করেছিলেন মার্কিন শীর্ষ সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি। কিন্তু সেই হুঁশিয়ারি দেওয়ায় ফাউচিকে একহাত নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই সতর্কতাকে অগ্রহণযোগ্য বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


বুধবার হোয়াইট হোউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা জানিয়েছেন বলে খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।


 ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমার কাছে এটা গ্রহণযোগ্য উত্তর নয়, বিশেষ করে স্কুলের ব্যাপারে। ট্রাম্প যোগ করেছেন, এটাকে সহজভাবে নিতে তাদের আরো কয়েক সপ্তাহ লেগে যেতে পারে।


দেশের লকডাউন শিথিলের বিষয়ে ফাউচির করা এ মন্তব্যেও ক্ষোভ প্রকাশ ডোনাল্ড ট্রাম্প। করোনাভাইরাস টাস্কফোর্সের অন্যতম শীর্ষ কর্মকর্তার সতর্কতায় আবারো হতাশ মার্কিন প্রেসিডেন্ট। বুধবার ফক্স বিজনেস নেটওয়ার্কের ‘মর্নিং উইথ মারিয়া’ অনুষ্ঠানে তিনি আবারো লকডাউন তুলে নেওয়ার ব্যাপারে আওয়াজ তুলেছেন।


অ্যান্থনি ফাউচির মন্তব্য নিয়ে তিনি বলেছেন, অ্যান্থনি একজন ভালো লোক, খুবই ভালো। কিন্তু তার সঙ্গে আমার দ্বিমত রয়েছে। আমরা এটা নিরাপদে করতে চেয়েছি, যত তাড়াতাড়ি সম্ভব দেশকে আবার খুলে দিতে চাই। বিশেষ করে স্কুল নিয়ে আমি একেবারেই তার সঙ্গে একমত নই।