প্রথম ধাপে সফল চীনের ভ্যাকসিন
আন্তর্জাতিক ডেস্ক
যুগের চিন্তা
প্রকাশিত : ০৮:৫৪ পিএম, ২৩ মে ২০২০ শনিবার
ছবি: সংগৃহিত
কোভিড-১৯ এর প্রাদুর্ভাব রোধে প্রথম ধাপে ‘কার্যকর’ বলে প্রমাণিত হয়েছে চীনের ভ্যাকসিন। শুক্রবার (২৩ মে) প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে চিকিৎসা বিষয়ক বিখ্যাত সাময়িকী দ্য ল্যানসেট।
ল্যানসেট জানিয়েছে, (অফ৫-হঈড়ঠ) ভ্যাকসিনটি মানুষের শরীরে নিরাপদ, সহনশীল এবং নভেল করোনাভাইরাসের বিরুদ্ধে ভালো রোগ প্রতিরোধক ব্যবস্থা গড়ে তুলেছে। প্রথম ধাপে ১০৮ জন স্বাস্থ্যবান স্বেচ্ছাসেবীকে নিয়ে ভ্যাকসিনটির ট্রায়াল দেওয়া হয়। ২৮ দিন বাদে বিজ্ঞানীরা আশা জাগানো ফল পান। বাকি দুটি ধাপের ট্রায়াল শেষ হতে হতে আরও ছয় মাস সময় লাগবে।
চীনে এখন পর্যন্ত পাঁচটি প্রতিষ্ঠান ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরু করেছে। ল্যানসেট যেটির খবর দিল, সেটি নিয়ে কাজ করছে বেইজিং ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি। প্রতিষ্ঠানটির প্রফেসর ওয়েই চেন প্রথম ধাপের ডেটা বিশ্লেষণকে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ বলেছেন।