শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৮ ১৪৩১   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্রাজিল থেকে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

যুগের চিন্তা

প্রকাশিত : ১২:০০ পিএম, ২৫ মে ২০২০ সোমবার

কোভিড-১৯ এর মাহমারি পুরো বিশ্বকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। বিশ্বের প্রায় সব দেশেই ভ্রমনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই ভাইরাসে আক্রান্ত ও মৃতের হিসাবে যুক্তরাষ্ট্রের পরে ব্রাজিলের অবস্থান। যদিও দুই দেশের মধ্যে তফাৎ অনেক। যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ আক্রান্ত ১৬ লাখের বেশি, আর ব্রাজিলে ৩ লাখ। এই মহামারি ঠেকাতে এবার দেশের নাগরিক ছাড়া অন্য সবাইকে ব্রাজিল থেকে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করলো যুক্তরাষ্ট্র।


যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন একটি টেলিভিশন অনুষ্ঠানে বলেন, আশা করি ব্রাজিলের পরিস্থিতির কারণে এই নিষেধাজ্ঞা অস্থায়ী হবে। মার্কিন নাগরিকদের সুরক্ষায় আমরা প্রয়োজনীয় সবধরনের পদক্ষেপ নিচ্ছি।


ও’ব্রায়েন বলেছেন, হোয়াইট হাউজ লাতিন আমেরিকার আরো কয়েকটি দেশকে নিষিদ্ধ করতে পারে। তিনি আরো জানান, যুক্তরাষ্ট্রের নাগরিক, স্থায়ী বাসিন্দা ও দম্পতি নতুন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবেন।


করোনা মহামারির কারণে এর আগে চীন, ইরানসহ ইউরোপের বেশ কয়েকটি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র।