স্পেনে একদিনে সর্বনিম্ন ১ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
যুগের চিন্তা
প্রকাশিত : ০২:০৯ এএম, ২৮ মে ২০২০ বৃহস্পতিবার
করোনাভাইরাসে সংক্রমণ ঠেকাতে ইউরোপের দেশগুলো প্রায় বিপর্যস্ত। যুক্তরাজ্য, স্পেন, ইতালি ও ফ্রান্সে করোনাভাইরাস প্রকট আকার ধারন করেছে। কিন্তু বুধবার স্পেনে ১ জনের মৃত্যুর খবরে স্বস্তি ফিরেছে দেশটিতে। তাতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ১১৮ জনে। এমনটাই জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আল জাজিরার।
গেল এক সপ্তাহে আটলান্টিক পাড়ের দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ৩৯ জনের। করোনাভাইরাসের সবচেয়ে ভয়াবহ অবস্থায় দেশটিতে একদিনে সর্বোচ্চ ৯৫০ জনের মৃত্যু হয়েছিল। সেটা কমে এখন ১ জনে নেমে এসেছে। আক্রান্ত ও মৃতের সংখ্যা কমে আসায় দেশটি ধাপে ধাপে লকডাউন তুলে নিতে শুরু করেছে।