শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিক্ষোভকারীদের ভয়ে মাটির নিচে লুকালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

যুগের চিন্তা

প্রকাশিত : ১২:১৫ পিএম, ১ জুন ২০২০ সোমবার

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড পুলিশ কর্তৃক নিহত হওয়ার পরই বিক্ষোভে উত্তাল হয়ে উঠে পুরো দেশ। সেই অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিচারের দাবিতে মাঠে নামে সাধারণ নাগরিকরা। আর সেই বিক্ষোভ সহসাই রুপ নেয় সহিংস আন্দোলনে। খবর সিএনএন’র।


গত শুক্রবার রাতে হোয়াইট হাউসের দিকে রওয়ানা হয় বিক্ষোভকারীদের একটি অংশ। বিক্ষোভকারীরা হোয়াইট হাউজের দিকে যেতে থাকলে তাদের মাঝপথে আটকে দেয়ার চেষ্টা করেন পুলিশ ও ন্যাশনাল সিক্রেট সার্ভিসের সদস্যরা। কিন্তু বাধা উপেক্ষা করে বিক্ষোভকারীরা হোয়াইট হাউজের দিকে যেতে থাকলে দ্রুতই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সুরক্ষিত বাঙ্কারে লুকিয়ে ফেলেন হোয়াইট হাউজের নিরাপত্তারক্ষীরা। প্রায় ঘণ্টাখানেক পর মাটির নিচের বাঙ্কার থেকে উঠার সময়ও বেশ আতঙ্কে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট।


এদিকে, সহিংস পরিস্থিতি সামাল দিতে দেশটির বেশ কয়েকটি শহরে কারফিউ জারি করা হয়েছে। অন্যদেক পরিস্থিতির উন্নতি না হলে সেনা মোতায়নের হুমকিও দেন ট্রাম্প।