বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জেলা দর্জি ও শ্রমিক ঐক্য’র কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার

যুগের চিন্তা

প্রকাশিত : ০৯:১৬ পিএম, ১৫ জানুয়ারি ২০২১ শুক্রবার

নারায়ণগঞ্জ জেলা দর্জি ও শ্রমিক ঐক্য সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহমুদা মালা এই কমিটি গঠন করেন।

 

শুক্রবার (১৫ জানুয়ারি) বিকালে শহরের উত্তর চাষাঢ়া (চাঁনমারি) এলাকায় এই কমিটি গঠন করা হয়। এ সময় করোনায় মৃত শ্রমিকদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

 

এসময় মাহমুদা মালা বলেন, যাদের নিয়ে এই কমিটি করা হয়েছে, তারা যেমন ভালো কাজ করেন তেমনি ভালো সংগঠক। অল্প কয়েকদিনের মধ্যেই তারা একটি সংগঠন দাঁড় করিয়েছেন। আমি তাদের বলেছিলাম, এই সংগঠনটা আগে করলে বেশ কিছু অনুদান দিতে পারতাম।

 

কিন্তু তারা জানিয়েছে যে, তারা অনুদানের জন্য সংগঠন করেনি। সংগঠন করেছে সকলে এক হয়ে কথা বলার জন্যে, এক হয়ে থাকার জন।

 

তিনি বলেন, সকলের অধিকার যাতে ঠিক থাকে। এর মধ্যে যারা নেতৃত্বে আছেন, তারা যাতে সামনে এসে অধিকার নিয়ে কথা বলতে পারেন, সে জন্যই তারা এ সংগঠন করেছেন।

 

তিনি বলেন, আমি বড় বোন হিসেবে সবসময় পাশে থাকবো। সব সময় মানুষের পাশে থাকি, থাকার চেষ্টা করি, বাকি জীবনেও আমি থাকবো। জীবনটা অল্প দিনের। তাই এর মধ্যে ভাগাভাগি করে কোন লাভ নেই। আপনারাও এক হয়ে কাজ করবেন। কোন তুচ্ছ কারনে ভাগাভাগি করবেন না যে, ও বেশি নিয়ে নিলো আর আমি কম পেলাম। এটা কখনোই করবেন না।

 

অনুষ্ঠান শেষে প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নবগঠিত কমিটি।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নব নির্বাচিত কমিটির সভাপতি জিল্লুর রহমান, সিনিয়র সহসভাপতি মো. আবিদ, সাধারণ সম্পাদক মো. শাহীন প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন, সাংগঠনিক সম্পাদক এসএম শাকিল মোল্লা, প্রচার সম্পাদক অবিরাম, কোষাধ্যক্ষ মো. ইমু প্রমুখ।