বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

লকডাউনে খাদ্য ও অর্থ সহায়তার দাবিতে মানববন্ধন

যুগের চিন্তা অনলাইন

যুগের চিন্তা

প্রকাশিত : ০৯:৪৯ পিএম, ২২ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার

লকডাউনে রিকশা, ব্যাটারি রিকশা, ইজিবাইক চালকদের জীবন রক্ষার্থে খাদ্য ও নগদ সহায়তা এবং রিকশা ভাংচুর, হয়রানি বন্ধের দাবিতে রিকশা, ব্যাটারি রিকশা, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে স্বাস্থ্যবিধি মেনে রিকশা, ব্যাটারি রিকশা, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ নারায়ণগঞ্জ জেলার আহবায়ক মেহেদী হাসানের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

এসময় বক্তারা বলেন, করোনা নিয়ন্ত্রণে দেশব্যাপী লকডাউন ঘোষণা করা হয়েছে। কিন্তু সারাদেশে ৫০ লাখ রিকশা, ব্যাটারি রিকশা, ইজিবাইক চালকের জীবন-জীবিকা রক্ষায় সরকার কোন ব্যবস্থা গ্রহণ করেনি। ফলে চালক ও তার উপর নির্ভরশীল প্রায় আড়াই কোটি মানুষের জীবন বাঁচাতে তারা রাস্তায় রিকশা চালাতে বাধ্য হচ্ছেন। দেখা যাচ্ছে রাস্তায় বেরুলে তারা বাঁধা, আটক, হয়রানি, ভাংচুরের শিকার হচ্ছে। অধিকাংশ চালক ঋণের মাধ্যমে রিকশা ক্রয় করায় তাদের কিস্তি দিতে হয় তার উপর আছে পরিবার পরিজনের ভরণপোষণ।

 

নেতৃবৃন্দরা আরো বলেন, জীবন বাঁচানোর জন্য লকডাউন প্রয়োজন কিন্তু লকডাউনে দিন আনে দিন খাওয়া রিকশা চালকদের রিকশা চালাতে না দিলে পরিবার পরিজন নিয়ে তাদের অনাহারে মরা ছাড়া কোন পথ থাকবে না। ৫০ লাখ রিকশা চালক ও তাদের পরিবার পরিজন রক্ষায় লকডাউনে প্রতিদিন তাদের খাদ্য ও নগদ অর্থ সহায়তা প্রদান করতে হবে। সারাদেশে রিকশা, ব্যাটারি রিকশা, ইজিবাইক আটক, ভাংচুর বন্ধ করতে হবে এবং ভাংচুর হওয়া রিকশা চালকদের তাদের ক্ষতিপূরণ দিতে হবে।

 

এসময় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সংগ্রাম পরিষদের জেলার সহ-সভাপতি মোঃ আলী, খোরশেদ আলম, সদস্য সচিব ফজলুল হক, যুগ্ম সচিব তাজুল ইসলাম।