২৯ এপ্রিল থেকে বাস চলবে প্রত্যাশা পরিবহন মালিকদের
যুগের চিন্তা অনলাইন
যুগের চিন্তা
প্রকাশিত : ০৯:১২ পিএম, ২৩ এপ্রিল ২০২১ শুক্রবার
কঠোর লকডাউন শেষ হচ্ছে আগামী ২৮ এপ্রিল। করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে দোকান ও মার্কেট খোলা রাখার মতোই স্বাস্থ্যবিধি মেনে আগামী ২৯ এপ্রিল থেকে পরিবহন চালাতে চান পরিবহন মালিকরা। এ নিয়ে পরিবহন মালিকরা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সচিবের সঙ্গে এ বিষয় সম্পর্কে আলোচনা করেছেন।
আজ শুক্রবার দোকানপাট ও মার্কেট খোলার ঘোষণা আসার পর পরিবহন চালানোর বিষয়টি আলোচনায় আসে।
এ ব্যাপারে পরিবহন চালানোর বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ গণমাধ্যমকে বলেন, বাস চালানোর ব্যাপারে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং সচিবের সঙ্গে আলোচনা হয়েছে। বাস চালাতে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে আশা করছি লকডাউন ২৯ এপ্রিল থেকে বাস চালাতে পারব।
এদিকে বাস মালিকরা জানান, তারা সরকারের কাছে বাস চালু করার দাবি জানিয়েছেন। তারা আশা করছেন লকডাউনের এই মেয়াদ শেষে বাস চালু হবে। সেভাবেই তারা প্রস্তুতি নিচ্ছেন।
গণপরিবহন চালুর বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সামনে ঈদ। এ সময়ে রাজধানীতে গণপরিবহন কিংবা দূরপাল্লার বাস চলাচলের সিদ্ধান্ত নিলে আর লকডাউন থাকবে না। গণপরিবহন চলাচলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী ২৮ এপ্রিলের আগে কিছুই বলা সম্ভব নয়।