বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ডুয়েস ক্লাবের ঈদসামগ্রী বিতরণ

যুগের চিন্তা অনলাইন

যুগের চিন্তা

প্রকাশিত : ১০:১৬ পিএম, ৭ মে ২০২১ শুক্রবার

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ঢাকা ইউনিভার্সিটি এক্স-স্টুডেন্টস ক্লাব অফ নারায়ণগঞ্জ লিমিটেড (ডুয়েস ক্লাব) এর উদ্যোগে দুস্থদের মাঝে মানবিক খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। শুক্রবার (৭ মে ) বাদ জুম্মা কর্মহীন বৈশ্বিক মহামারি করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে মাসদাইর কেন্দ্রীয় ঈদগাহের পাশে লাইসিয়াম ইন্টারন্যাশনাল স্কুলে আয়োজিত এই মানবিক কার্যক্রমে ডুয়েস ক্লাবের সদস্যদের নিজস্ব অর্থায়নে মোট  ৮৫টি দুস্থ পরিবারকে এ সহায়তা প্রদান করা হয়।

 

ক্লাবের পক্ষ থেকে প্রতি বছর যে ইফতার পার্টি করা হতো, করোনার কারণে গত বছরের মতো এবারও তা স্থগিত করে করোনায় কর্মহীনদের মাঝে ঈদসামগ্রী বিতরণের সিদ্ধান্ত নেয়া হয়। এই কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য মর্তুজা রানাকে আহবায়ক করে চার সদস্যবিশিষ্ট একটি সাব কমিটি করা হয়। খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যেই এই কমিটি অর্থ সংগ্রহ থেকে শুরু করে ঈদসামগ্রী কেনা ও প্যাকেটজাতসহ আনুসঙ্গিক সমস্ত কাজ অত্যন্ত সুচারুরূপে সম্পন্ন করে। নেপথ্য থেকে সাব কমিটিকে সার্বিক সহায়তা দেন ক্লাবের সভাপতি আমজাদ হোসেন খসরু এবং সাধারণ সম্পাদক মো. শাহরিয়ার সাঈদ।

 

প্রসঙ্গত, গত বছর করোনাকালে জনসচেতনামূলক কার্যক্রম হিসেবে জেলা প্রশাসকের উপস্থিতিতে ডুয়েস ক্লাবের পক্ষ থেকে জেলখানায় কয়েদীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এ ছাড়া বিভিন্ন সময় নানা ধর্মীয়, সামাজিক ও জাতীয় দিবসগুলোতে ডুয়েস ক্লাব নানা কর্মসূচির মাধ্যমে সক্রিয় ভ‚মিকা পালন করে আসছে।