রোববার   ২২ ডিসেম্বর ২০২৪   পৌষ ৮ ১৪৩১   ২০ জমাদিউস সানি ১৪৪৬

রোজিনা ইসলামকে গ্রেফতার ও নির্যাতনে প্রেস ক্লাবের প্রতিবাদ

যুগের চিন্তা অনলাইন

যুগের চিন্তা

প্রকাশিত : ১১:০১ পিএম, ১৮ মে ২০২১ মঙ্গলবার

প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে নির্যাতন ও পরে অফিসিয়াল সিক্রেসি অ্যাক্টের মামলায় গ্রেফতার দেখানোর তীব্র প্রতিবাদ জানাচ্ছে নারায়ণগঞ্জ প্রেসক্লাব।

 

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ্ আলম এবং সাধারন সম্পাদক শরীফ উদ্দিন সবুজ এ প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানাচ্ছেন, রোজিনা ইসলাম বাংলাদেশের অনুসন্ধানি সাংবাদিকতার জগতে এক অনন্য নাম। স্বাস্থ্যখাতে যে ব্যাপক অনিয়ম দুর্নীতি হচ্ছে তা গভীর অনুসন্ধান করে তুলে এনেছেন রোজিনা ইসলাম। উন্মোচন করেছেন দুর্নীতিবাজদের মুখোশ।

 

এ কারনে স্বাস্থ্য মন্ত্রণালয়ে তার উপর নির্যাতন চালানোর পর তাকে অফিসিয়াল সিক্রেসি এক্টের মামলা দিয়ে থানায় দেয়া হয়। তাকে চিকিৎসা পর্যন্ত করা হয়নি। এমন ন্যাক্কারজনক ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ হামলা গনমাধ্যমের স্বাধীনতার হামলা। যে মাসে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করা হয় সে মাসেই এ হামলা চালানো হলো। সাংবাদিক রোজিনা ইসলাম জনগনের পক্ষে কাজ করেছেন। তাই এ নির্যাতনের পরে জনগণের কাছে তিনি বীরের মর্যাদা পাচ্ছেন। হামলা নির্যাতন চালিয়ে গণমাধ্যমকে, সাংবাদিকদের সত্য বলা থেকে বিরত রাখা যাবেনা। সত্য উচ্চারণ, দুর্নীতির মুখোশ উন্মোচনে তারা অবিচল থাকবে।  

 

আমরা সাংবাদিক রোজিনার অবিলম্বে মুক্তি দাবী করি। পাশাপাশি তার উপর হামলাকারি অতিরিক্ত সচিব জেবুন্নেছাসহ সংশ্লিষ্টদের গ্রেফতারের দাবী জানাই। আগামীকাল বুধবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ দাবীতে ক্লাবের আয়োজনে মানববন্ধন কর্মসূচী পালিত হবে। কর্মসূচীতে আমরা সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানাচ্ছি।