বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন এর নির্বাচন অনুষ্ঠিত

যুগের চিন্তা অনলাইন

যুগের চিন্তা

প্রকাশিত : ০৪:১৫ এএম, ২৭ মে ২০২১ বৃহস্পতিবার

বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন এর ২০২১-২০২৩ দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মে) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিসিক শিল্প এলাকায় সংগঠনের কার্যালয়ে সম্মিলিত নীট ঐক্য পরিষদ ও নীট মালিক ঐক্য ফোরাম এর ৪২ জন প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১জন এ নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেন। এ দ্বি-বার্ষিক নির্বাচনে ১৪৮টি ভোটের মধ্যে ১৪৫টি ভোট কাস্ট হয়।

 

নির্বাচনে জয় লাভ করে স‌ম্মি‌লিত নীট ঐক্য প‌রিষ‌দ প্যানেলের ২১জন প্রার্থীর মধ্যে ১৮ জন প্রার্থী জয় লাভ করেন। মো. মাহবুবুর রহমান স্বপন নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক ১০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ ভোট ৯৬টি পেয়ে নির্বাচিত হয়েছেন একই প্যানেলের মো. ফারুক আহমদে।

 


সম্মিলিত নিট ঐক্য পরিষদের মো. আকবর হোসেন ৯৬ ভোট, নির্মল চন্দ্র রায় ৯৫, মো. কবির হোসেন ভূঁইয়া ৯০, মো. নুরুল ইসলাম ৯০, মো. মজিবুর রহমান ৮৯, মো. সাহারীয়া জুয়েল ৮৮, মো. মুকুল হোসেন ৮৭, মো. জাহিদুল আলম ৮৭, মো. আব্দুল আউয়াল টুটুল ৮৬, মো. শহীদুল ইসলাম ৮৫, মো. বাস্তব হোসেন ৮৩, মো. আলী রেজা ৮৩, আবুল বাসার ৮১, মো. জাহাঙ্গীর আলম ৭৭, মো. রাকিবুল হাসান রাকিব ৭৫, মো. নুরজ্জামান খাঁন ৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।


এছাড়াও ফোরামের নেতৃত্ব দেওয়া প্রার্থী মো. কামাল হোসেন ৮৩, মো. সিরাজুল ইসলাম চৌধুরী ৭৯ ও মো. মহসিন মৃধা ৭৩ ভোট পেয়ে জয় পেয়েছেন।