মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

লকডাউনে বন্দরবাসী’র চরম ভোগান্তি

যুগের চিন্তা অনলাইন

যুগের চিন্তা

প্রকাশিত : ০৯:১৮ পিএম, ২৪ জুন ২০২১ বৃহস্পতিবার

নারায়ণগঞ্জে চলছে দ্বিতীয় দিনের মত কঠোর লকডাউন। এদিন সম্পূর্ণ ঢিলেঢালাভাবে লকডাউন চললেও চরম দূর্ভোগ পোহাতে হয়েছে বন্দরবাসী বিশেষ করে কলকারখানার শ্রমিকদের। গতকাল সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত যাত্রীবাহী ট্রলার স্বাভাবিকভাবে চলেছে। ফলে এসময়ে যাত্রীরা স্বচ্ছন্দেই নদী পার হতে পেড়েছে। কিন্তু বিকাল ৩ টার পর ট্রলার বন্ধ করে দেওয়ায় এবং তুলনামূলকভাবে নৌকা কম হওয়ায় চরম দুর্ভোগে পড়তে হয়েছে গার্মেন্ট শ্রমিকদের।

 

সরেজমিনে দেখা গেছে, বন্দর ১নং খেয়াঘাটে ট্রলার না থাকায় প্রায় হাজার হাজার যাত্রী আটকা পড়েছে। এর মধ্যে গার্মেন্ট ছুটি হওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহতায় রূপ নিয়েছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, করোনার এ ভয়াবহ পরিস্থিতিতে কারোর মধ্যে স্বাস্থ্যবিধির বালাই ছিলো না। প্রচন্ড ভীড়ে অনেকটা ঘা ঘেষেই বন্দরবাসী তথা যাত্রীদের নৌকার জন্য অপেক্ষা করতে দেখা গেছে। এদের মধ্যে বেশিরভাগ যাত্রীর মুখে ছিলো না কোন মাস্ক। আবার যাদের মাস্ক ছিলো, তাদেরকেও নাকের নিচে মাস্ক রাখতে দেখা গেছে।

 

ফলে এখান থেকে করোনা ভাইরাসের ভয়াবহ সংক্রমণের ঝুঁকি দেখা গেছে। এ বিষয়ে ঘাট পরিচালনার দায়িত্ব পাওয়া দিদারের সাথে কথা হলে তিনি জানান, একজন ম্যাজিট্রেট এসে আমাদের ঘাট ও ট্রলার বন্ধ করে দিয়ে গেছেন এবং বলেছেন আগামী ৩০ জুন পর্যন্ত এ ঘাট বন্ধ রাখতে। নৌকার মাঝিদের বলেছেন, তারা যেন ৬ জনের বেশি যাত্রী না উঠায়। কিন্তু নৌকার মাঝিরা তা না শুনে ২০-২৫ জন করে যাত্রী নিয়ে নদী পাড়াপাড় করছে।

 

তিনি বলেন, প্রতিদিন এ ঘাট দিয়ে লক্ষাধীক শ্রমিক পাড়াপাড় হয়। তারা যদি এভাবে ঘাটটি বন্ধ না করে একটি নিদিষ্ট সময় দিয়ে যেতো যে, এই এই সময়ে ট্রলার চলবে। তাহলে শ্রমিক তথা যাত্রীদের এতটা দুর্ভোগ পোহাতে হতো না।