মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সমিতির অফিস উচ্ছেদের কারণে দলিল লেখকদের মানবেতর জীবন যাপন

যুগের চিন্তা অনলাইন

যুগের চিন্তা

প্রকাশিত : ১০:০৬ পিএম, ১০ জুলাই ২০২১ শনিবার

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড (সাবেক) বর্তমানে এ,কে, এম শামছুজ্জোহা রোডে অবস্থিত নারায়ণগঞ্জ রেজিষ্ট্রেশন কমপ্লেক্স এর ভবনের সামনে নির্মিত নারায়ণগঞ্জ-ফতুল্লা দলিল লেখক সমিতির অফিস সড়ক ও জনপদ বিভাগ রাস্তার জন্য উচ্ছেদের কারনে কর্মহীন হয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে দলিল লেখকরা। শনিবার (১০ জুলাই) ওই সড়কে সড়ক ও জনপদ বিভাগ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করতে দেখা যায়।

 

নারায়ণগঞ্জ সদর-ফতুল্লা দলিল লেখক সমিতির সমন্বয় কমিটির আহবায়ক মোঃ কলিমুল্লাহ বলেন, আমাদের এখানে প্রায় ১ হাজার দলিল লেখক  আছে। আমরা এই সমিতিতে ১ হাজার দলিল লেখক দীর্ঘ প্রায় আড়াই বছর যাবত কর্ম সম্পাদক করে আসছি। হঠাৎ করে আমাদের অফিসগুলো ভেঙ্গে দিয়েছে সড়ক ও জনপদ বিভাগ। দলিল সম্পাদনের মাধ্যমে আমরা প্রতি মাসে সরকারকে প্রায় ২০০ কোটি টাকার রেভিনিউ প্রদান করে থাকেন।  

 

নারায়ণগঞ্জ-৪ ও নারায়ণগঞ্জ-৫ আসনের এমপির মাধ্যমে এখানে বসে আমরা কাজ করার সুযোগ পেয়েছি। আমাদের লাইসেন্সের অপর পাতায় লেখা আছে দলিল সম্পাদনের কাজগুলো রেজিষ্ট্রেশন কমপ্লেক্স এর ভেতরে বসেই সম্পাদন করতে হবে। এই উচ্ছেদের ফলে নারায়ণগঞ্জ সদর-ফতুল্লা অঞ্চলের অনেক মানুষ তাদের প্রয়োজনীয় দলিল লেখক সম্পাদনের কাজ করতে পারছে না। রেজিষ্ট্রেশন কমপ্লেক্স এর ভবনের সামনে উত্তর ও দক্ষিন পাশের দুটি ফুলের বাগান রয়েছে।

 

ওই অংশে বসে আমাদের কর্ম সম্পাদন করার সুযোগ দিলে আমরা জনসাধারনের প্রয়োজনীয় দলিল পএের লেখনির কাজগুলো করতে পারব। তিনি আরো বলেন, বর্তমানে এই করোনা মহামারিতে আমরা কর্ম হারিয়ে আমাদের পরিবার পরিজন নিয়ে মানবেতর ভাবে জীবন যাপন করছি। আমরা এ বিষয়ে দলিল লেখকদের পক্ষ জেলা প্রশাসন, পুলিশ সুপার, সড়ক ও জনপদ মন্ত্রনালয়ের বরাবর একটি লিখিত অভিযোগ দেবো যাতে আমাদের বসার কোন একটা জায়গা দেয়।