বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

নারায়ণগঞ্জে জয় বাংলা নাগরিক কমিটি’র আত্মপ্রকাশ

যুগের চিন্তা অনলাইন

যুগের চিন্তা

প্রকাশিত : ০৯:২১ পিএম, ১৫ জুলাই ২০২১ বৃহস্পতিবার

নারায়ণগঞ্জের জনমানুষের ইচ্ছের প্রতিফলনে ‘জয় বাংলা নাগরিক কমিটি’ নামের একটি শ্লোগান ভিত্তিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। শহর রক্ষার আন্দোলনে ঝাঁপিয়ে পড়বার অঙ্গিকার নিয়ে সব ধরণের পেশাজীবি জনগোষ্ঠী একাট্টা হয়ে সংগঠনটিকে প্রাণ দেয়া হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার রাজনৈতিক দর্শন প্রজন্মের কাছে ছড়িয়ে দেয়ার অঙ্গিকারে তাদের শ্লোগান। বৃহস্পতিবার বেলা ১২টায় শহরের গাবতলী এলাকায় হুমায়ুন কবিরের সভাপতিত্বে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রায় তিন শতাধিক পেশাজীবীদের উপস্থিতিতে ১০১ সদস্যবিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়।

 

কমিটিতে যুগ্ম আহবায়ক হিসাবে জায়গা নিয়েছেন ছয় জন, যাদের বয়স ৪৫ থেকে ৫০ এর মধ্যে। তারা হলেন, সাবেক ক্রিকেটার ও কোচ তপু সাহা, শিক্ষক মোস্তাক আহমেদ, সাংবাদিক এম এস ইসলাম আরজু, কবি মিতা প্রধান, শিক্ষক সেলিনা সুলতানা শিউলি ও মুক্তিযুদ্ধ প্রজন্মের প্রতিনিধি খাজা মামুন মিয়া। আগামী ৩০ সেপ্টেম্বর ২০২১ সালে ১০০১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হবে। কিন্তু, বর্তমান কমিটিতে কোনো আহবায়ক ও সদস্য সচিবের পদ রাখা হয় নাই।