বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে মহিলা পরিষদের মোম শিখা প্রজ্জ্বলন
যুগের চিন্তা অনলাইন
যুগের চিন্তা
প্রকাশিত : ০৯:৩৫ পিএম, ১৭ আগস্ট ২০২১ মঙ্গলবার
১৫ই আগস্ট জাতীয় শোক দিবস হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ নাঃগঞ্জ জেলা শাখা গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছে।
গতকাল সন্ধ্যায় করোনা সংক্রমণ রোধে স্ব স্ব অবস্থান থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদের নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করে এ মোম শিখা প্রজ্জ্বলন করেন।
বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের অন্যান্য সদস্য যারা নিহত হয়েছেন সকলের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, তাদের মধ্যে যারা এখনও ধরা-ছোঁয়ার বাইরে তাদের খুঁজে বের করে দ্রুত শাস্তির ব্যবস্থা করার জোর দাবি জানানো হয়েছে।
এ সময় কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ মহিলা পরিষদ, জেলা শাখার সভাপতি নারী বীর মুক্তিযোদ্ধা লক্ষ্মী চক্রবর্তী সংগঠনের জেলার সহ সভাপতি ও কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক রীনা আহমেদ, সাধারণ সম্পাদক এডভোকেট হাসিনা পারভীন ও তার নাতনী মধুরা, সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সহ সভাপতি আনজুমান আরা আকসির, সহ সাধারণ সম্পাদক রহিমা খাতুন, সংগঠন সম্পাদক প্রীতিকনা দাস, অর্থ সম্পাদক রেখা গুণ, আন্দোলন সম্পাদক শোভা সাহা, প্রশিক্ষণ সম্পাদক তড়িতা সাহা, সমাজ কল্যাণ সম্পাদক রওশন আরা পারুল, জেলা কমিটির সদস্য ও নাসিক নারী কাউন্সিলর মনোয়ারা বেগম এবং পাড়া কমিটির সদস্য ফাতেমা বেগম, সদস্য সুরাইয়া আক্তার, শহর কমিটির সদস্য নীলা আহমেদ ও সদস্য সুমী সরকার অংশগ্রহন করেন।