বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চাষাঢ়ায় শ্রমিক কর্মচারী ফোরামের প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার

যুগের চিন্তা

প্রকাশিত : ০৮:০৭ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার

চাষাঢ়াস্থ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর প্রাঙ্গনে শ্রমিক-কর্মচারী অধিকার সমন্বয় ফোরাম নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ৯ দফা দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশে ফোরামের সমন্বয়কারী মো. লিয়াকত হোসেন ব্যপারীর সভাপতিত্বে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের সমন্বয়কারী মো. আবু সুফিয়ান,

 

জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর সভাপতি গাজী নুরে আলম, জাতীয় গার্মেন্টস ফেডারেশনের সভাপতি হুমায়ুন কবির, বাংলাদেশ শ্রমিক সংহতি ফেডারেশনের সভাপতি এডভোকেট মো. সুমন মিয়া, গার্মেন্টস টেইলার্স ওয়াকর্স লীগের সভাপতি ফরিদা ইয়াসমিন, বাংলদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ওসমান গণি, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আশরাফ হোসেন, বাংলাদেশ শ্রমিক সংহতি ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আল আমিন বেপারী,

 

জাতিয় নীট ডাইং গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের দপ্তর সম্পাদক মো. জয়নাল আবেদিন। এছাড়ার ভিবিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিবাদ সমাবেশে যে ৯ টি দাবি উপস্থাপন করেন।  প্রতিবাদ সমাবেশ পরিচালনা করেন শ্রমিক-কর্মচারী অধিকার সমন্বয় ফোরাম নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব এইচ রবিউল ইসলাম। সভা শেষে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহা পরিদর্শকের হাতে ৯ দফা দাবির স্বারক লিপি তুলেদেন নেতৃবৃন্দ।