বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বঙ্গবন্ধুর ভাষণ সবার জন্য পাথেয় : ড. কলিমউল্লাহ

যুগের চিন্তা অনলাইন

যুগের চিন্তা

প্রকাশিত : ০৮:৩৮ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২১ বুধবার

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে জুমে অনুষ্ঠিত আলোচনা সভায় জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ (জানিপপ) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ বলেছেন, বঙ্গবন্ধুর ভাষণ সবার জন্য পাথেয় ও অনুকরণীয়। বুধবার (১৫ সেপ্টেম্বর) বিএনসিসিও’র উদ্যোগে অনুষ্ঠিত ভার্চুয়াল এই আলোচনা সভার সভাপতি বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। 

 

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুমন রেজা। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম মুর্শিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন নারী উদ্যোক্তা ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আমাতুন নূর। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক দেওয়ান নুসরাত জাহান।

 

আলোচনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন, রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা’র সহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধান ও ডেইলি প্রেসওয়াচ সম্পাদক জনাব দিপু সিদ্দিক, রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা’র এডজানক্ট ফ্যাকালটি আফসানা যুমুর, ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউট এর পিএইচ.ডি গবেষক ফাতেমা লিমা, জানিপপ ন্যাশনাল ভলেনটিয়ার ও গবেষক মোহাম্মদ হাবিবুর রহমান, তার্কিক আসাদুজ্জামান আবির এবং জনতা ব্যাংকের কর্মকর্তা ও গবেষক জনাব খোরশেদ আলম। সভায় ভার্চুয়ালী আরো উপস্থিত ছিলেন চাঁদপুর কচুয়া উপজেলার সমাজসেবক মোহাম্মদ মাহমুদুল হাসান মুকুল ও জানিপপ ন্যাশনাল ভলেনটিয়ার জনাব আফসানা করিম।

 

আলোচনায় প্রধান অতিথি তার বক্তব্যে বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা তরুণ প্রজন্মের মধ্যে জাগ্রত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। আমাতুন নূর বলেন, বঙ্গবন্ধু ছিলেন বাঙালীর আবেগ ও অনুভূতির কেন্দ্রবিন্দু। তাঁকে হারিয়ে আমরা শোকাহত। এ সময় বঙ্গবন্ধুকে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে কোর্স চালু করার আহ্বান জানান নুসরাত জাহান।