ফুটপাতে হকার ও যানজটে নাকাল ফতুল্লাবাসী
যুগের চিন্তা অনলাইন
যুগের চিন্তা
প্রকাশিত : ০৯:৩৭ পিএম, ৫ অক্টোবর ২০২১ মঙ্গলবার
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় হকার ও যানজট সমস্যায় নাকাল এলাকাবাসী। দীর্ঘদিন যাবৎ চরম ভোগান্তির মধ্যে থাকলেও এ বিষয় কোনো উদ্যোগ নেই প্রশাসনের। একাধিক ব্যাক্তি ফুটপাত দখল করে বাণিজ্য করলেও এ বিষয়ে পুলিশ রহস্যজনক নিরবতা পালন করছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ফতুল্লা মডেল থানার গেটসহ আশপাশের ফুটপাত দখল করে আছে স্থানীয় একাধিক প্রভাবশালী ব্যাক্তি। ফলে হাটার জায়গা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে রাস্তার উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে কয়েক লাখ মানুষের। যার ফলে বাড়ছে যানজট, ঘটছে অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা। ফুটপাত হকার মুক্ত করতে ওপেন হাউজ ডেদসহ বিভিন্ন সময় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের একাধিকবার বিষয়টি জানান হয়। এরপরও ফুটপাত হকার মুক্ত করতে কোন উদ্যোগ নেয়নি পুলিশ।
স্থানীয় সূত্রে জানায়, ফতুল্লার ফুটপাত দখলের পিছনে রয়েছে কাজী দেলোয়ার, জামাল চৌধুরী, হালি চৌধুরী, জাফরসহ আরও কয়েকজন। এরা ফুটপাত দখল করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। ফলে পথচারীরা বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে সড়ক দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছে। তাই ফতুল্লার ফুটপাত হকার মুক্ত করতে জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ দাবী করেছে ভুক্তভোগী মহল।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান জানান, অচিরেই ফুটপাত উচ্ছেদ অভিযান চালিয়ে হকার উচ্ছেদ করা হবে।