ফতুল্লায় সরকারী ড্রেনের কাজ বন্ধ করে দিয়েছে সন্ত্রাসীরা
যুগের চিন্তা অনলাইন
যুগের চিন্তা
প্রকাশিত : ০৭:০৬ পিএম, ৮ অক্টোবর ২০২১ শুক্রবার
এবার ফতুল্লার আফাজ নগরের পানি চলাচলের ড্রেন কংক্রিট ঢালাই করে বন্ধ করে দিয়েছে। জানা গেছে টাগারের পারের রঞ্জুর নেতৃত্বে আফাজনগর ও আশপাশের এলাকার পানি চলাচলের এই ড্রেনটি বন্ধ করে দেয়া হয়। তাই এলাকাবাসীর মাঝে প্রশ্ন উঠেছে সরকারের টাকায় সরকারী ভাবে নির্মিত একটি ড্রেন কিভাবে বন্ধ করার সাহস পায় সন্ত্রাসীরা। এ ব্যাপারে এরই মাঝে ফতুল্লা থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে।
এলাকাবাসী জানায়, এভাবে কংক্রিটের ঢালাই করে ড্রেন বন্ধ করে দেয়ায় রাস্তার উপর দিয়ে প্রবাহিত হবে ড্রেনের পানি এবং ওই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হবে। এদিকে জানা গেছে, বাংলাদেশ সরকারের আইন মোতাবেক কোনো ড্রেন বন্ধ করার অধিকার কোনো নাগরিকের নেই। তারপরেও জোর করে বন্ধ করা হচ্ছে এই ড্রেন। তবে এরই মাঝে সন্ত্রাসীদের থানায় ডাকা হয়েছে বলে জানা গেছে। অপরদিকে আফাজনগর এলাকাবাসী জানিয়েছে এর আগে তাদের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। কিন্তু তারা দাবিকৃত টাকা না দেয়ার কারণেই এভাবে সরকারী ড্রেন বন্ধ করে দেয়া হচ্ছে। তাই এলাকাবাসী প্রশাসনের সর্বাত্মক হস্তক্ষেপ কামনা করেছেন।