বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪   পৌষ ১১ ১৪৩১   ২৪ জমাদিউস সানি ১৪৪৬

গোগনগর ইউপি চেয়ারম্যান প্রার্থী ফজর আলীর গণসংযোগ

যুগের চিন্তা অনলাইন

যুগের চিন্তা

প্রকাশিত : ১২:১৪ এএম, ২৫ অক্টোবর ২০২১ সোমবার

আসন্ন গোগনগর ইউ‌নিয়ন প‌রিষদ নির্বাচ‌নে স্বতন্ত্র ‌চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ফজর আলী গণসংযোগ করেন। 


রবিবার (২৪ অক্টোবর ) সকাল ও বিকেলে গোগনগর ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডে এলাকাবাসীর ঘরে ঘরে গিয়ে দোয়‌া ও ভোট চান  চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ফজর আলী।


সেই সময় চেয়ারম্যান প্রার্থী ফজল আলী এলাকার মানুষের দোয়া ও ভালোবাসায় সিন্ধ হন। সেই সময় এলাকাবাসী জানান, আগামী ১১ই নভেম্বর আমরা ফজল আলীকে বিপুল ভোটে নির্বাচিত করব। আমরা এই এলাকায় কোন ভূমিদস‍্যু চাই না, স্কুলের টাকা আৎসাধ কারী চেয়ারম্যান আমরা চাই না। আমরা এই ইউনিয়নে একজন ভাল মানুষকে চাই।