রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাংগঠনিক পক্ষ-২০২১ উপলক্ষে মহিলা পরিষদের কর্মী সভা

যুগের চিন্তা অনলাইন

যুগের চিন্তা

প্রকাশিত : ০৮:৫০ পিএম, ২৬ অক্টোবর ২০২১ মঙ্গলবার

"কোভিড-১৯ এর চ্যালেঞ্জ মোকাবিলা করি, নারী আন্দোলনকে অগ্রসর করি"- এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার শহর কমিটির উদ্যোগে সাংগঠনিক পক্ষ-২০২১ উপলক্ষে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৬ অক্টোবর) নগরীর আমলাপাড়া এলাকায় সংগঠনের কার্যালয় প্রাঙ্গণে শহরের সভাপতি সাহানারা বেগমের সভাপতিত্বে এ সভার আয়োজন করা হয়। 

 

সভায় বক্তারা বলেন, এই কঠিন পরিস্থিতিতে সাংগঠনিক কার্যক্রম ও নির্যাতন প্রতিরোধ কার্যক্রম একদিনের জন্যও থেমে থাকেনি। নানা কৌশল অবলম্বন করে কর্মসূচি পালন করা হয়েছে। সকল শ্রেণীর সদস্য ও ব্যক্তি নানাভাবে সাহায্য করেছেন, এজন্য সকলকে ধন্যবাদ জানাই। এভাবেই আমরা সাংগঠনিক পক্ষসহ সকল কর্মসূচি সফল করতে চাই।

 

করোনা মহামারী পরিস্থিতিতে সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় সংগঠকের ভুমিকা, নারী ও শিশুকে যৌন হয়রানি, নির্যাতন, ধর্ষণ ও হত্যা প্রতিরোধে সম্মিলিত প্রয়াস বিষয়ে এসময় আরো আলোচনা করেন, জেলা কমিটির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি আনজুমান আরা আকসির, জেলার ভারপ্রাপ্ত সভাপতি ও কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক রীনা আহমেদ, সংগঠন সম্পাদক প্রীতিকনা দাস, শহর সাধারন সম্পাদক শোভা সাহা ও সদস্য নীলা আহমেদ প্রমুখ।