রবিবার বিপিজেএ জেলা কার্যালয় উদ্বোধন
যুগের চিন্তা রিপোর্ট
যুগের চিন্তা
প্রকাশিত : ০৫:৩৬ পিএম, ১০ ডিসেম্বর ২০২১ শুক্রবার
বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখার নিজস্ব নতুন ভবনের উদ্বোধনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখার নিজস্ব নতুন ভবনের উদ্বোধনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জানানো হয় আগামী ১২ ডিসেম্বর (রবিবার) সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই ভবনের উদ্বোধন করবেন, বিকেএমইএ’র নির্বাহী সভাপতি ও এম.বি নীটের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাতেম।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টায় বাংলাদেশ ফটো জার্নালিষ্টস এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি অফিসে এই সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাজী হাবিবুর রহমান শ্যামল। বাংলাদেশ ফটো জার্নালিষ্টস এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সবুজের সঞ্চালয়নায় সভায় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি পাপ্পু ভট্টাচার্য্য, সহ-সাধারণ সম্পাদক কামাল হোসেন মিলন, অর্থ সম্পাদক কাজী আলমাছ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সজীব, প্রচার ও প্রকাশনা সম্পাদক শহীদ হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সোহেল রানা,সাবেক সভাপতি ও কার্যকরি সদস্য তাপস সাহা, আরিফ জয়, আমির হোসেন, সদস্য হাসান উল রাজীব, বিশাল আহম্মেদ, কাইয়ূম খান, এনামুল হক সিদ্দিকী, শহীদুল ইসলাম প্রমুখ। সভায়, ১২-১২-২০২১ইং তারিখে বাংলাদেশ ফটো জার্নালিষ্টস এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখা নবনির্মিত কার্যালয়ের তারিখ নির্ধারণ করা হয়।
সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত আলোচনা সভা মাধ্যমে নতুন কার্যালয়ের নামফলক উদ্বোধন করবেন বিকেএমইএ’র নির্বাহী সভাপতি ও এম.বি নীটের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাতেম। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী কর্তৃক বরাদ্ধকৃত ছাদে মো. হাতেমের নিজস্ব অর্থায়নে বাংলাদেশ ফটো জার্নালিষ্টস এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখা নবনির্মিত কার্যালয়ের দ্বিতীয় ও তৃতীয় তলার ভবন নির্মাণ সম্পন্ন করা হয়। এতে বাংলাদেশ ফটো জার্নালিষ্টস এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখার সকল ফটো সাংবাদিকবৃন্দ ভবনের বরাদ্ধকৃত কতৃপক্ষ ও ভবন অর্থায়নে সহযোগিতায় করায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। এবং আগামী রবিবার সকাল ১০ টায় চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গণে সকল সাংবাদিক ও ফটো সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সংগঠনের সভাপতি হাজী হাবিবুর রহমান শ্যামল।