বেগম রোকেয়া স্মরণে ছাত্র মৈত্রীর শ্রদ্ধা
যুগের চিন্তা রিপোর্ট
যুগের চিন্তা
প্রকাশিত : ০৫:৫৭ পিএম, ১০ ডিসেম্বর ২০২১ শুক্রবার
বেগম রোকেয়ার ১৪১তম জন্মবার্ষিকী এবং ৮৯তম প্রয়াণ দিবস উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা ছাত্র মৈত্রী। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজে বেগম রোকেয়ার ভাস্কর্যে শ্রদ্ধা জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্র মৈত্রীর সভাপতি জেসমিন আক্তার, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, মেহেদী হাসান, সাদিয়া রহমান প্রমুখ।
শ্রদ্ধা জানানো শেষে বক্তারা বলেন, আঠারো দশকের জন্মগ্রহণ করেও বেগম রোকেয়া সমগ্র নারীদের শিক্ষার জন্য যে আন্দোলন গড়ে তুলেছিলেন এবং সমাজের কুসংস্কার, নারী-পুরুষের বৈষম্য রোধ করতে, ধর্মান্ধ ও ধর্মীয় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আন্দোলন করেছেন।
মেয়েদের বাল্যবিবাহ প্রতিরোধে রুখে দাঁড়িয়ে সাহসিকতার দৃষ্টান্ত মূলক চরিত্র আজকে আমাদের সামনে কোন মডেল নেই। তাই একুশ শতকে এসে আমরা ছাত্র মৈত্রী মনে করি যে সমাজের সর্বস্তরের মানুষদের বেগম রোকেয়াকে স্মরণ করা দরকার।