আলোর পথের যাত্রী সংগঠনের ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ শীর্ষক` আলোচনা
স্টাফ রিপোর্টার
যুগের চিন্তা
প্রকাশিত : ০৪:৩৫ পিএম, ১৪ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার
বিজয়ের ৫০ বছর মহান বিজয় দিবস উপলক্ষে (মুক্তিযুদ্ধের চেতনায় একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন) আলোর পথের যাত্রী'র আয়োজনে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ শীর্ষক’ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল তিনটায় শহরের পুরাতন কোর্টস্থ জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।
‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ শীর্ষক’ আলোচনা সভায় আগত অতিথিরা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে স্মৃতিচারণ করেন। ‘আলোর পথের যাত্রী’ সংগঠনের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় শ্রম জনশক্তি বিষয়ক উপ- কমিটির সদস্য এবং নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এম এ রাসেলের সভাপতিত্বে ও আলোর পথের যাত্রী সংগঠনের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেনের উপস্থাপনায় সভায় প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ'র অনুপস্থিতিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম বেপারী, মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বুদ্ধিজীবী ও শিক্ষাবিদ প্রফেসর ড. আনিসুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক আহ্বায়ক বিশিষ্ট শ্রমিক নেতা আবদুল কাদির, সদস্য সচিব মো. কামাল হোসেন, যুগ্ম আহ্বায়ক সিরাজুল হক, রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সমবায়ী ও সমাজসেবক জামাল উদ্দিন সবুজ, সোনারগাঁয়ের সাবেক এমপি প্রয়াত মোবারক হোসেনের সুযোগ্য পুত্র এরফান হোসেন দীপ।