শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪   পৌষ ৭ ১৪৩১   ২০ জমাদিউস সানি ১৪৪৬

মা হতে চলেছেন পরীমনি

যুগের চিন্তা বিনোদন ডেস্ক

যুগের চিন্তা

প্রকাশিত : ০৯:০৯ পিএম, ১১ জানুয়ারি ২০২২ মঙ্গলবার

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনি মা হতে চলেছেন । সোমবার (১০ জানুয়ারি) দুপুরে তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেন। 

 

তিনি আরও জানান, অনাগত সন্তানের বাবা অভিনেতা শরীফুল রাজ। এই অভিনেতা রাজও বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।গত বছরের ১৭ অক্টোবর তিনি রাজকে বিয়ে করেন। তাদের সেই বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যরা।

 

আরও জানা গেছে, পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণীন’ সিনেমার শুটিং করতে গিয়ে কাছাকাছি আসেন এই দুই তারকা। এরপর বন্ধুত্ব ও প্রেম। তারপর বিয়ের সিদ্ধান্ত নেন তারা।

 

জানা গেছে, মাতৃত্বকালীন বিরতির জন্য দেড় বছর শুটিং থেকে দূরে থাকবেন পরীমনি।